/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Heat-Wave-6.jpg)
IMD Weather Forecast Update: আগুন গরমে যেন ফুটছে কলকাতা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
West Bengal Weather Today 12 June 2024: জ্বালাপোড়া গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। আবার উল্টো ছবি উত্তরবঙ্গে। সেখানে চলছে তুমুল বৃষ্টি। সেই ছবি দক্ষিণে কবে দেখা যাবে, সেই আশায় চাতকের দশা মানুষের। চলতি সপ্তাহে কি আশার খবর রয়েছে? জেনে নিন কী বলছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে যেখানে তুমুল বৃষ্টি, সেখানে দক্ষিণবঙ্গে তীব্র গরম। তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে পশ্চিমের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা বাদে বাকি জেলাগুলিতে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ, বুধবার।
উল্টোদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ২০-৩০ কিমি বেগে ঝড় বইবে। চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন স্পষ্ট হয়ে যাবে।
আগামী শুক্রবার ১৪ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে। বাকি জেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে এখনও দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের কোনও স্পষ্ট পূর্বাভাস দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার স্পষ্ট ধারণা তৈরি হতে পারে।