শুক্রবার সন্ধের ঝড়-বৃষ্টিতে গরম থেকে বড়সড় স্বস্তি মিলেছিল। কালবৈশাখীর দমকা হওয়ায় আবহাওয়া মনোরম হয়েছিল। তবে শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। গরম আরও বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। তবে দক্ষিণববঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৈশাখ শেষে বৃষ্টির মুখ দেখেছে দক্ষিণবঙ্গ। গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গেই থাকছে ঝোড়ো হাওয়ার দাপট। শুক্রবার সন্ধের পর থেকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে।
শুক্রবারের পর শনিবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও অবশ্য স্বস্তি না মেলার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকায় গরমে নাজেহাল পরিস্থিত তৈরি হতে পারে।
আরও পড়ুন- কোন ছুরিতে মারলে সুবিধা হবে, পরিকল্পনা করে ভোজালি কিনেছিল সুতপার হত্যাকারী প্রেমিক সুশান্ত
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, আপাতত আরও কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কমপক্ষে আরও দিন চারেক। এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও আরও কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।