ভরা বর্ষাতেও ঝেঁপে বৃষ্টি অধরা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টি চললেও ভরা বর্ষায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টির দেখা মেলেনি। আষাঢ় শেষে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতরও। বরং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ারই ইঙ্গিত হাওয়া অফিসের। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি মাথায় নিয়েই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
বর্ষায় দক্ষিণবঙ্গের পরিস্থিতির সম্পূর্ণ উল্টো ছবি উত্তরে। বর্ষা শুরুর আগে থেকেই তেড়ে বৃষ্টি দেখেছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জেলা। বর্ষা ঢোকার পরেও একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিও চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
আরও পড়ুন- বাংলায় দৈনিক সংক্রমণ ৩ হাজারের গণ্ডি পার, বাড়ল মৃত্যুও
অন্যদিকে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টি নিয়ে সুখবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। বরং আষাঢ় শেষেও বৃষ্টির ঘাটতি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বাড়তে পারে।
সেই কারণে আজ মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এরই পাশাপাশি পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টি বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। কলকতা শহরে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি চলবে মহানগরীতে।