Advertisment

ব্যাটিং শুরু শীতের, এক ধাক্কায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে

রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে কোনও বাধা নেই। রাতের পাশাপাশি এবার দিনেও জমিয়ে শীত উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।

author-image
IE Bangla Web Desk
New Update
West bengal Weather Update 16 December 2021

ব্যাটিং শুরু শীতের।

অপেক্ষার অবসান। মাঝ ডিসেম্বরে শীতের জোরালো আমেজ বাংলায়। আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা। পরিস্কার আকাশে এবার আরও নামবে পারদ। আগামী ২-৩ দিনে রাজ্যে ঠান্ডার রেশ আরও বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে আর কোনও বাধা নেই। রাতের পাশাপাশি এবার দিনেও জমিয়ে শীত উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। শীতপ্রেমী বাঙালির প্রমোদ বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই শীত স্থায়ী হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisment

এবছরের শীত অন্য বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে দিতে পারে বলে বারবার বলেছিলেন আবহাওয়াবিদদের একাংশ। এমনকী শীতের শুরুতেই সেই ইঙ্গিতও ছিল স্পষ্ট। তবে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা আসে। উধাও হয় শীতের আমেজ। ডিসেম্বরের শুরুতেও হালকা চাদরেই রাত্রি-জাপন চলে বাঙালির। তবে পরিস্থিতির বদল গত কয়েকদিনে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ খানেক শুষ্ক আবহাওয়ায় নেই বৃষ্টির সম্ভাবনা। গোটা রাজ্যেই আবহাওয়ার এই একই পরিস্থিতি থাকবে। রাজ্যে হু-হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। এবার আরও নামবে পারদ। যার ইঙ্গিত মিলছে গতকাল থেকেই। রাতের পাশাপাশি এবার দিনেও শীতের অনুভূতি আরও জোরালো হতে চলেছে। এক ধাক্কায় আজ পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন- Daily Horoscope, 16 December 2021: আর্থিক সমস্যা কুম্ভর, কর্মে উন্নতি তুলার ; পড়ুন রাশিফল

কলকাতা-সহ রাজ্যের সব জেলায় আগামী কয়েকদিনে আরও বেশি ঠান্ডা পড়বে। এতদিন ভোর ও রাতের দিকে রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ ছিল। তবে এবার দিনেও ঠান্ডা থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে মেঘমুক্ত আকাশে বিনা বাধায় এবার উত্তুরে হাওয়া গতি বাড়াবে। জোরালো হবে ঠান্ডার দাপট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Weather Report West Bengal Weather Forecast Bengal Weather Forecast
Advertisment