West Bengal Weather Today 17 July: মঙ্গলবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতে। বুধবারেও কি একই রকম আবহাওয়া থাকবে নাকি বৃষ্টির পরিমাণ বাড়বে, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট (West Bengal Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি হবে জেলায় জেলায়। বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ১৯ জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। মনে করা হচ্ছে, রবিবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস সমাবেশের দিন ভিজতে পারে কলকাতা।
শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে। ২১ জুলাই রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে (Weather Update)
বুধবার উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তা পরিমাণ কম হবে বলেই আশা আবহাওয়া দফতরের। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ১৭ থেকে ১৯ জুলাই, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে।
আরও পড়ুন West Bengal Weather Update: বৃষ্টির ঝোড়ো ব্যাটিং আজ কোন কোন জেলায়, জানুন টাটকা আপডেট
মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরছে
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণ ওড়িশায় তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ সরে ছত্তিশগড় এবং বিদর্ভ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা এখন ওড়িশার গোপালপুরের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হবে । মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে।