অবশেষে বৃষ্টির খরা কাটল দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর সঙ্গে হালকা বৃষ্টিতে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বস্তি ফিরল। বসন্তের গুমোট ভাবে অস্বস্তি তীব্র হচ্ছিল। চৈত্র পয়লায় সেই অস্বস্তি যেন কাটল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারের পর শুক্রবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা বৃষ্টি হতেও পারে।
গোটা শীতের মরশুমে বৃষ্টির দেখা মেলেনি। শীত যেতে বসন্তে বৃষ্টি ছিল অধরা। অবশেষে সেই হাপহিত্যেশের পালা জুড়োল। শহর কলকাতা চৈত্র পয়লাতেই পেয়েছে প্রথম কালবৈশাখী। শুধু কলকাতা শহরেই নয়, বৃহস্পতিবার কালবৈশাখীর হাত ধরে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। নদিয়া, দুই বর্ধমানের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- হাত ধরেছে কাস্তে, ‘চরম অনৈতিক’, রাজনীতিতে আর ভরসা নেই বর্ধমানের সাঁইবাড়ির
আবহাোয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারের পর শুক্রবারও ঝড়-বৃষ্টির প্রবল সম্ভানা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আপাতত আরও দিন দুয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন আবহাওয়া থাকবে। কালবৈশাখী ঝড়ের সঙ্গেই হতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ১৯ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে আজও কালবৈশাখী ঝড় হতে পারে। একইসঙ্গে বেশ কয়েকটি জেলায় শুক্রবার শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।