করোনায় কাবু বাংলা। পাল্লা দিয়ে বাড়ছে গরমও। তবে বৈশাখের দহনে বঙ্গবাসীকে স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার সন্ধের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে কালবৈশাখী হয়েছে। এদিনের ঝড়বৃষ্টিতে গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে বাংলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: বাংলায় করোনায় মৃত বেড়ে ১২, আক্রান্ত ১৭৮: মুখ্য়সচিব
সোমবার ও মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও ওই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ওই জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার সন্ধেয় কলকাতায় কালবৈশাখী হয়েছে। এদিন ঘণ্টায় ৫৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন