Bengal Weather Today: জাঁকিয়ে ঠান্ডা রাজ্যজুড়ে। বাংলার সর্বত্রই শীতের ভরপুর আমেজ রয়েছে। পরিস্কার আকাশে উত্তুরে হাওয়া দাপট বাড়াচ্ছে রাজ্যের সর্বত্র। তারই জেরে কাঁপানো শীত বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে আরও নেমে যাবে পারদ। হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি মিলবে। ঠান্ডার জোরালো দাপট দেখা যাবে পশ্চিমের জেলাগুলিতেও। পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচেও তাপমাত্রা নেমে যেতে পারে।
শীতের জোরালো ব্যাটিং জারি রয়েছে গোটা বাংলায়। বড়দিনের আগেই ব্যাপক ঠান্ডা রাজ্যের সর্বত্র। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম উত্তুরে হাওয়ার দাপটে নামছে পারদ। তবে গতকালের তুলনায় আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। যদিও তাতে শীতের কামড়ে ছেদ পড়েনি। সপ্তাহের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি।
দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট…
একটানা বেশ কয়েকদিন ধরে শীতের স্পেল চলছে। আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, শীতের এই স্পেল আরও দিন পাঁচেক চলবে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভালোমতো ঠান্ডা থাকবে। মোটামুটি ১৪ ডিগ্রি কিংবা তার আশেপাশেই থাকবে পারদ। যদিও পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা আরও নেমে যেতে পারে। কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে পারদ। চলতি সপ্তাহের বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
আরও পড়ুন- Premium: ‘চিকিৎসা জাদুঘর’, যুগান্তকারী সৃষ্টির অভাবনীয় নজির গড়ার পথে বিলেত ফেরত প্রবীণ চিকিৎসক
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের সব জেলাতেই পারদ নামছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পঙে ক্রমশ নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। ফের একবার বরফ পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডার জোরালো দাপট জারি রয়েছে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
কলকাতার ওয়েদার আপডেট…
কলকাতাতেও শীতের দাপট জারি রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি। আপাতত দিন কয়েক এমনই থাকবে তাপমাত্রা। তবে বুধবার নামাদ তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা নেমে যেতে পারে।