আজ শনিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট আরও বাড়বে। শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কোনও-কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে বেশ কয়েকটি জেলায়।
চৈত্রের শুরুতেই আবহাওয়ার বিরাট বদল। গত পরশুদিনই এমরশুমের প্রথম কালবৈশাখী পেয়েছে বাংলা। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তার সঙ্গে এবার জুড়েছে দক্ষিণের জেলাগুলিও। গত দুদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সঙ্গে ঝোড়ো হাওয়ায় মিলেছে স্বস্তি। শনিবারও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবারও রাজ্যের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আরও পড়ুন- সাঁইবাড়ির হত্যাকাণ্ড: কমিশনের পর কমিশন! পালাবদলের পরও ফল দূরস্ত, হতাশ পরিবার
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুরের পাশাপাশি জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘালা আকাশ। বেলা বাড়লে শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর আগামী সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দাপট চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।