Advertisment

West Bengal Weather Today: ঝেঁপে আসছে বৃষ্টি, এই জেলাগুলিতে দিনভর কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update 2 July 2024: বাংলায় এখন বর্ষামঙ্গল। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা-সহ একাধিক নদী। এবার দক্ষিণবঙ্গেও পুরোদস্তুর বর্ষা শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কলকাতায় ঝেঁপে বৃষ্টি?

West Bengal Weather Update 2 July 2024: বাংলায় এখন বর্ষামঙ্গল। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা-সহ একাধিক নদী। এবার দক্ষিণবঙ্গেও পুরোদস্তুর বর্ষা শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আকাশ অংশত মেঘলা থাকবে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্বের এবং উপকূলবর্তী জেলাগুলিতে। মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে।

আরও পড়ুন Kolkata Weather Today: ম্যাজিকের মতোই হাওয়া বদল! দুপুরেই নামবে আঁধার, প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন!

মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে ধসের আশঙ্কা রয়েছে। সড় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। তিস্তা, জলঢাকা-সহ বিভিন্ন নদীতে জলস্তর বিপদসীমা অতিক্রম করতে পারে।

weather update Weather Forecast West Bengal Weather Forecast IMD Kolkata
Advertisment