/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Rain-in-the-City.jpg)
Rain in the city: বৃষ্টিস্নাত কলকাতা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
West Bengal Weather Today: মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, মঙ্গলবারও কি সোমবারের মতো বৃষ্টিমুখর থাকবে? জেনে নিন আবহাওয়া দফতরের রিপোর্ট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update)
মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে আজ উত্তাল হবে সমুদ্র। দমকা ঝোড়ো হাওয়া বইবে ৫৫ থেকে ৬০ কিমি গতিবেগে । এই পরিস্থিতিতে বিশেষ ভাবে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update)
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের সব জেলাতেই। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ কমতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি. আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আপাতত দক্ষিণ বাংলাদেশে অবস্থা করছে। মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম দিকে আরও এগোবে। ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এই নিম্নচাপ।