দেরিতে হলেও ক্রিজে নেমেই ঝোড়ো ব্যাটিং শীতের। পরপর চার-ছক্কায় কাঁপুনি ধরাচ্ছে ঠান্ডা। শহর কলকাতা-সহ জেলাগুলিতেও নামছে পারদ। আজ তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১১.২ ডিগ্রিতে। পাল্লা দিয়ে পারদ-পতন জারি জেলাগুলিতেও। আজই এ মরশুমের শীতলতম দিন।
বছর শেষের কয়েকদিন আগে থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেল বঙ্গে। গত সপ্তাহ থেকেই নামতে শুরু করেছিল পারদ। পরিস্কার-মেঘমুক্ত আকাশে হু হু করে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। তারই হাত ধরে নামছে পারদ।
আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। ২-৩ ডিগ্রি পর্যন্ত কোনও কোনও জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে হাড়কাঁপানো ঠান্ডায় বছর শেষ করবে বাঙালি।
আরও পড়ুন- Daily Horoscope, 20 December 2021: আর্থিক লাভের সুযোগ থাকবে কার কার? পড়ুন রাশিফল
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং রাজ্যে দাপট বাড়াবে উত্তুরে হাওয়া। শীতপ্রেমী বাঙালির বড়দিন ও নিউ ইয়ার সেলিব্রেশনে সঙ্গী থাকবে জাঁকিয়ে শীত।
ঠান্ডার ভরপুর এই আমেজে পিকনিক প্ল্যান থেকে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় মশগুল আট থেকে আশি। পৌষের শুরুতেই হাড়কাঁপানো ঠান্ডায় বড়িতে মা-ঠাকুমারাও পিঠে-পুলি বানানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন পুরোদমে। সব মিলিয়ে আবহাওয়ার যা গতিপ্রকৃতি তাতে আপাতত এই শীত স্থায়ী হবে বলেই মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন