Advertisment

দুরন্ত ফর্মে শীত, কলকাতায় পারদ নামল ১১ ডিগ্রিতে, জাঁকিয়ে ঠান্ডা জেলায়-জেলায়

মেঘমুক্ত আকাশে হু হু করে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। তারই হাত ধরে নামছে পারদ।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather update 13 february 2022

আরও নামল পারদ।

দেরিতে হলেও ক্রিজে নেমেই ঝোড়ো ব্যাটিং শীতের। পরপর চার-ছক্কায় কাঁপুনি ধরাচ্ছে ঠান্ডা। শহর কলকাতা-সহ জেলাগুলিতেও নামছে পারদ। আজ তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১১.২ ডিগ্রিতে। পাল্লা দিয়ে পারদ-পতন জারি জেলাগুলিতেও। আজই এ মরশুমের শীতলতম দিন।

Advertisment

বছর শেষের কয়েকদিন আগে থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেল বঙ্গে। গত সপ্তাহ থেকেই নামতে শুরু করেছিল পারদ। পরিস্কার-মেঘমুক্ত আকাশে হু হু করে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। তারই হাত ধরে নামছে পারদ।

publive-image

আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। ২-৩ ডিগ্রি পর্যন্ত কোনও কোনও জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে হাড়কাঁপানো ঠান্ডায় বছর শেষ করবে বাঙালি।

আরও পড়ুন- Daily Horoscope, 20 December 2021: আর্থিক লাভের সুযোগ থাকবে কার কার? পড়ুন রাশিফল

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং রাজ্যে দাপট বাড়াবে উত্তুরে হাওয়া। শীতপ্রেমী বাঙালির বড়দিন ও নিউ ইয়ার সেলিব্রেশনে সঙ্গী থাকবে জাঁকিয়ে শীত।

ঠান্ডার ভরপুর এই আমেজে পিকনিক প্ল্যান থেকে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় মশগুল আট থেকে আশি। পৌষের শুরুতেই হাড়কাঁপানো ঠান্ডায় বড়িতে মা-ঠাকুমারাও পিঠে-পুলি বানানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন পুরোদমে। সব মিলিয়ে আবহাওয়ার যা গতিপ্রকৃতি তাতে আপাতত এই শীত স্থায়ী হবে বলেই মনে করা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Weather Report wetaher Bengal Weather West Bengal Weather Forecast
Advertisment