শীতের শুরুতেই নিম্নচাপের জেরে আবহাওয়ার খামখেয়ালিপনা জারি ছিল। নিম্নচাপের গেরোয় আটকেছিল শীত। তবে এবার শীতপ্রেমীদের জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জাঁকিয়ে ঠান্ডা পড়তে আর বেশি দেরি নেই। সব কিছু ঠিকঠাক চললে সপ্তাহের শেষ থেকেই তাপমাত্রার পারদ বেশ কিছুটা নেমে যেতে পারে। ১৮ থকে ১৬ ডিগ্রিতেও নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে সপ্তাহের শুরুতেই বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শীতের শুরুতেই চোখরাঙানি নিম্নচাপের। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বেড়েছে তাপমাত্রার পারদ। শীতের আমেজ অনেকটাই ফিকে হয়েছে। তবে এবার শীতপ্রেমীদের জন্য স্বস্তির বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতে বৃষ্টি চললেও সপ্তাহ শেষেই ফিরছে শীতের ভরপুর আমেজ। গোটা সপ্তাহেই সর্বনিম্ন তাপমাত্রা কুড়ির নীচে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সপ্তাহের শেষ দিক থেকে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতিও মিলতে পারে বেশ কিছু জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার নিম্নচাপের প্রভাব কেটে যাবে। ওই দিন থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। ১৮-১৬ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রার পারদ। মঙ্গল বা বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Daily Horoscope, 21 November 2021: সিংহের জীবনে অশান্তি, দাম্পত্য সুখ মীনের! পড়ুন রাশিফল
তবে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় রাজ্যে ঠান্ডা হাওয়া ঢোকার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। নামবে পারদ। ফিরবে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি। আপাতত আবহাওয়ার বড়সড় কোনও বদল না হলে সপ্তাহ শেষ থেকেই জাঁকিয়ে ঠান্ডা স্থায়ী হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন