একটানা কয়েকদিন বৃষ্টি শেষে বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্কার কলকাতার আকাশ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া। এই আবহে আগামিকাল থেকেই নামতে পারে রাতের তাপমাত্রা। আবহাওয়াবিদদের ধারণা, শুক্রবার থেকেই শহরে শীতের আমেজ অনুভূত হতে পারে।
আশঙ্কা থাকলেও পুজোর ক'দিন মোটের উপর বিশেষ একটা বেগ দিতে পারেনি বৃষ্টি। তবে তাল কাটে বিজয়া দশমীর বিকেল থেকেই। ফের একবার দফায়-দফায় মাঝারি-ভারী বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। একটানা কয়েকদিন বৃষ্টির দাপট ছিল রাজ্যজুড়ে। তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে মেঘ কেটেছে। এদিন সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশ। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আবহাওয়ার একই ছবি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে কার্যত পরিষ্কার থাকবে শহরের আকাশ। তবে এদিনও দু'এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল অর্থাৎ ২২ অক্টোবর থেকে নামতে শুরু করবে রাতের তাপমাত্রা। ২৫ অক্টোবর পর্যন্ত রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
শুক্রবার থেকেই প্রাক-শীতের মেজাজ অনুভব করতে পারেন শহরবাসী। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শীতের আমেজ অনুভব করা যেতে পারে কাল থেকেই।
আরও পড়ুন- টানা বৃষ্টিতে ধস বাঁধে, ফের ভাসবে গ্রাম? আতঙ্কে বাসিন্দারা
দক্ষিণবঙ্গে আকাশ পরিস্কার হতেই শীতের আমেজ অনুভব করা গেলেও উত্তরবঙ্গের ছবিটা উল্টো। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত পাহাড়ে বৃষ্টি চলবে। আপাতত পাহাড়ে শীতের অনুভূতিতে আরও বেশ খানিকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন