Advertisment

অসহ্য গরম থেকে রেহাই আজই, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার সকাল থেকে কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু। আজ দিনভর দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
low depression will form bay of bengal west bengal weather forecast

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ।

অসহ্য গরম থেকে রেহাই আজই। যার ইঙ্গিত মিলতে শুরু করেছে শুক্রবার সকাল থেকেই। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার সকাল থেকে কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisment

এক কথায় তীব্র দাবদাহ থেকে শুক্রবারই কিছুটা হলেও রেহাই পেতে পারেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আজ শহর কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সন্ধের দিকে কলকাতায় হতে পারে কালবৈশাখীও।

দিন কয়েক ধরেই বৃষ্টির প্রমাদ গুণছে দক্ষিণবঙ্গ। গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে মুক্তির কালবৈশাখী এখনও অধরা। অন্যান্য বছরে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি কালবৈশাখীর দেখা মিলত। তবে এবার আবহাওয়ার খামখেয়ালিপনায় পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। দিনে প্রখর রোদে অসহ্য গরমে নাজেহাল দশা হচ্ছে। বেলা পড়লে সূর্যের তেজ কমলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলছে না।

আরও পড়ুন- নববর্ষের প্রথম সপ্তাহেই রেকর্ড ভিড় দিঘায়, ইদে আরও লক্ষ্মীলাভের আশায় হোটেল মালিকরা

তবে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সবরকম অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতকর। এমনকী কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ আরও বাড়তে বলে জানানো হয়েছে।

তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর দেখা মিলতে পারে। কলকাতায় বিকেল বা সন্ধের দিকে আজ কালবৈশাখীর দেখা মিলতে পারে।

West Bengal Weather Today rainfall weather update Weather Report
Advertisment