নিম্নচাপ সরতেই ফের একবার ভ্যাপসা গরমে নাজেহাল দশা তৈরির উপক্রম। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জেরে অস্বস্তি বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বাংলার সীমা ছাড়িয়ে ছত্তীশগড়ের এক প্রান্তে ও লাগোয়া মধ্যপ্রদেশে সরেছে। যার জেরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কেটেছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়লে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। নিম্নচাপের রেশ সরতেই ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অনুভূতি বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
আরও পড়ুন- স্বাধীনতার অনুষ্ঠানে চটুল নাচ, নৃত্যশিল্পীর সঙ্গে কোমর দুলিয়ে টাকা ওড়ালেন পঞ্চায়েত সভাপতি
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও এবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কমেছে। আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি রাজ্যের উত্তরের জেলাগুলিতেও আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এবছর রাজ্যজুড়ে বৃষ্টির ঘাটতি রয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে চাষ-আবাদে। পরপর কয়েকটি নিম্নচাপের হাত ধরে এবছর রাজ্যে বর্ষার ঘাটতি বেশ খানিকচটা পূরণ হতে পারে বলে অনুমান করেছিলেন আবহাওয়াবিদরা। তবে তাঁদের সেই আশা পূরণ হয়নি। বৃষ্টির ব্যাপক ঘাটতি এবছর এখনও রয়ে গিয়েছে এরাজ্যে। এবছর দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হয়েছে।