/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/SG-20210616-WB-MANSOON-10.jpg)
নিম্নচাপের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।
শীতের মরশুমের শুরুটা ভালো হলেও ফের একবার নিম্নচাপের গেরোয় বিপত্তি। শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরেই আজ সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ থাকায় শীতের অনভূতি বেশ কম। উধাও ছ্যাঁকছেঁকে ভাব। আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রার হেরফের হবে না। তবে তারপর থেকে নামবে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষ দিক থেকেই বেশ খানিকটা কমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
এবছরের শীত অন্য বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে। শুরু থেকেই এই সম্ভাবনার কথা জানিয়ে চলেছেন আবহাওয়াবিদদের একাংশ। এমনকী বর্ষার মতো এবার শীতও লম্বা ইনিংস খেলবে বলে মনে করছেন তাঁরা। শুরুটাও হয়েছিল ঠিকঠাক। মরশুমের শুরুতেই শীতের অনুভূতি ভালো মতো টের পেতে শুরু করেছিল বঙ্গবাসী। তবে তাল কাটল নিম্নচাপের গেরোয়।
আরও পড়ুন- Daily Horoscope, 22 November 2021: আর্থিক অবস্থার উন্নতি সিংহের, অবনতি কুম্ভের! পড়ুন রাশিফল
শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। তারই প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি চলবে। সোমবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শুরুতেই উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে।
বুধবার থেকেই আবহাওয়ার বদল টের পাওয়া যাবে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে ধীরে ধীরে নামবে পারদ। সপ্তাহ শেষে শীতের অনুভূতি এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে বলেও মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকী শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us