একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ। শীতের চাদরে মুড়ি দিল শহর। আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আরও কমবে তাপমাত্রা। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থানের ফলে তাপমাত্রা কমার পথে অন্তরায় হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যার প্রভাব পড়ছে তাপমাত্রায়। যে কারণে গত কয়েক দিন কলকাতা-সহ শহরতলির তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে আশার কথাও শুনিয়েছে আবহাওয়া দফতর। জানিয়েছে, নিম্নচাপের প্রভাব কাটলেই চলতি সপ্তাহেই তাপমাত্রা কমতে পারে। নিম্নচাপের প্রভাব কাটলেই জাঁকিয়ে শীত পড়বে বাংলায়।
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রার হেরফের জারি হয়েছে। বর্ধমান, আসানসোল, বহরমপুরে তাপমাত্রা নিম্নমুখী। বেশ কিছু জায়গায় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আরও পড়ুন ‘মুখ্যমন্ত্রীই কিছু করুন’, বাংলাদেশী অভিযোগে জেলবন্দি ছেলে-বউমাকে ছাড়াতে আর্তি বাবা-মার
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কলকাতার তাপমাত্রা বাড়লেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতায় আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকছে। শীত শীত ভাবও বাতাসে অনুভূত হচ্ছে। কিন্তু বেলা বাড়লেই চড়া রোদের কারণে ঠান্ডা গায়েব হচ্ছে।