Advertisment

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় ঝেঁপে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া

কলকাতা, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, বৃষ্টি

প্রতীকী ছবি।

কালো মেঘে ঢেকেছে আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি শুরু। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২-৩ ঘণ্টার মধ্য়ে কলকাতা, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবারই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, আজ থেকে সোমবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, টানা ৫ দিন বর্ষণ বাংলায়

গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টি হয়েছে। ক'দিন আগে কালবৈশাখীও হয়েছে শহরে। ঝড়-বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা একধাক্কায় অনেকটা তাপমাত্রা কমেছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্য়ূনতম ৬২ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather
Advertisment