Advertisment

অসহ্য গরম থেকে রেহাই আজই, এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

অন্য বছরে বৈশাখের শুরু থেকে এতদিন পর্যন্ত একাধিক কালবৈশাখীর সাক্ষী থাকত বাংলা। তবে এবার এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে দেখা মেলেনি কালবৈশাখীর।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata rainfall weather update 17 september 2022

আজ একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস।

আসি আসি করেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি এখনও অধরা। তবে এবার সেই অপেক্ষার অবসান হওয়ার পথে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। সপ্তাহ শেষে এই ঝড়-বৃষ্টির হাত ধরেই ভ্যাপসা গরম থেকে ক্ষণিকের রেহাই পেতে পারেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

Advertisment

অন্য বছরগুলিতে বৈশাখ মাসের শুরু থেকে এতদিনের মধ্যে বেশ কয়েকটি কালবৈশাখীর সাক্ষী থাকত বাংলা। তবে এবার এখনও পর্যন্ত দেখা মেলেনি কালবৈশাখীর। ভরা গ্রীষ্মে দিনভর প্রখর রোদের তীব্র দাবদাহ থেকে মুক্তির স্বাদ এনে দেয় বিকেলের কালবৈশাখী। দিনভর অসহ্য গরমের হাত থেকে রেহাই মেলে বিকেল-সন্ধের কালবৈশাখীর ঠাণ্ডা হাওয়া ও বৃষ্টিতে। তবে এবার এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে দেখা মেলেনি কালবৈশাখীর। বরং ক্রমশ গরম বেড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

গত কয়েক দিনে তীব্র গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে এবার দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা বয়ে আনল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- পরনে ধুতি-পাঞ্জাবি-গলায় মালা-মাথায় টোপর, ছাদনাতলায় যেতেই চমক, বর গেল শ্রীঘরে!

বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানেও। শহর কলকাতাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি আজ একাধিক জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

weather update West Bengal Weather Report
Advertisment