দুয়ারে কড়া নাড়ছে শীত। উত্তুরে হাওয়ার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার পর তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল তা এবার সরে গিয়েছে। যার ফলে আকাশ আরও পরিষ্কার। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হতে পারে বলে আভাস।
আগামী ৪-৫ দিনের মধ্যে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় পারদ পতন হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। ২ থেকে ৪ ডিগ্রি কমে তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরেও চলে যেতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন জাঁকিয়ে শীতের পথে কাঁটা নিম্নচাপ, তাপমাত্রা কমবে কবে? বড় আপডেট হাওয়া অফিসের
রাজ্যজুড়ে এখন শীতের আমেজ। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা আরও কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমের মতো জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে।