নিম্নচাপ সরে যেতেই রাজ্যে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবারই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও নেই। প্রাক শীতের অনুকূল পরিস্থিতি হাজির বঙ্গে। আগামী কয়েকদিন রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমবে। শুষ্ক হবে আবহাওয়া। প্রাক-শীতের আমেজ পাবেন বঙ্গবাসী। আগামী বেশ কয়েকদিন আবহাওয়ার এমনই পরিস্থিতি থাকবে।
লক্ষ্মীপুজোর পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কমতে শুরু করেছে। এবার পাকাপাকিভাবে বিদায়ের পথে বর্ষা। শনিবারই বাংলা থেকে বিদায়ের পথ ধরছে বর্ষা। গোটা দেশ থেকে দিন কয়েকের মধ্যেই বর্ষার বিদায়। দোরগোড়ায় শীত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে শীত প্রবেশের সবরকম অনুকূল পরিস্থিতি হাজির বঙ্গে। নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আর নেই। বরং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা। শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া।
আরও পড়ুন- Daily Horoscope, 23 October 2021: শনিবারে কার সৌভাগ্য, কারই-বা সঙ্কট? পড়ুন রাশিফল
কালীপুজোর আগেই বঙ্গে শীত? এপ্রশ্নের সঠিক উত্তর না মিললেও কালীপুজোর আগে শীতের অনুভূতি যে বাড়বে তা বলাই যায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদে আপাতত সোমবার পর্যন্ত ভোর ও রাতের তাপমাত্রা কমবে। শীতের আমেজ থাকবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন