ভরা ডিসেম্বরেও অধরা জাঁকিয়ে ঠান্ডা। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ছ্যাঁকছ্যাঁকে ভাব থাকলেও জমিয়ে ঠান্ডা উপভোগ করা যাচ্ছে না। মাঝ ডিসেম্বরেও আবহাওয়ার এই খামখেয়ালিপনায় হাড়কাঁপানো ঠান্ডার দেখা নেই। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ঠান্ডা অধরা, এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে ঝঞ্ঝা বিদায় নিলেই বাধাহীনভাবে ফের রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া। আর তার হাত ধরেই ফের এক দফায় নামবে পারদ। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বড়দিনের আগে মন খারাপ শীতপ্রেমী বাঙালির। পশ্চিমী ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। তারই জেরে চড়ছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বাড়বে। সুতরাং বড়দিনে জাঁকিয়ে ঠান্ডার দেখা মিলছে না।
আরও পড়ুন- লটারিতে কেল্লাফতে! রাতারাতি কোটিপতি যুবক সটান হাজির থানায়
এবছরের ঠান্ডা গত বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে। মরশুমের শুরু থেকেই একথা বলে আসছিলেন আবহাওয়াবিদদের একাংশ। বর্ষা যেমন লম্বা ইনিংস খেলেছে এবার শীতও তেমনই দীর্ঘস্থায়ী হবে বলে মত ছিল তাঁদের। শীতের শুরুর পরপরই ক'দিন হু হু করে নেমেছিল পারদ। তবে দিন কয়েক কাটতেই সেই রেশ উধাও।
কয়েকদিন আগেও বেশ কিছুটা নেমে গিয়েছিল পারদ। এমনকী দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছিল। হাড়কাঁপানো ঠান্ডা উপভোগ করেছিলেন বঙ্গবাসী। তবে তা স্থায়ী হয়নি। দিন কয়েকের মধ্যেই পরিস্থিতির বদল। পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। চড়ছে পারদ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ঝঞ্ঝা সরলেই ফের বাধাহীন ভাবে রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া। ফের একবার হাড়কাঁপানো ঠান্ডা উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন