শনিবার বিকেল থেকেই আবহাওয়ার বিরাট বদল লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।
ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার বিকলের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার শহর কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট দেখা গিয়েছে।
আরও পড়ুন- ‘নট টু ভোট টু মমতা’, প্রকাশ্যে মানুষের মহাজোটের ডাক দিয়ে স্লোগান বাঁধলেন শুভেন্দু
তবে বেলা বাড়লেই কুয়াশার চাদর সরে গিয়ে পরিস্কার আকাশ দেখা যাবে। শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনিবার বিকেল থেকে কলকাতাতেও আবহাওয়ার বদল চোখে পড়বে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আগামী দিন চারেক মোটের উপর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও হালকা কোথাও আবার মাঝারি বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।