নাছোড় বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। বর্ষা বিদায় নিলেও এবার চোখরাঙানি পূবালি হাওয়ার। তারই জেরে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে ভারী বৃষ্টির আশঙ্কা আর নেই। দু'এক পশলা বৃষ্টি হতে পারে রাজ্যে। এদিকে বর্ষার বিদায়ের সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে হেমন্তের পরশ। ভোরের দিকে শীতের আমেজ। রাত বাড়তেও একই অনুভূতি। তবে ভরা শীতের অনুভূতি মিলবে আরও বেশ কিছুদিন পর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূবালি হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে শহর কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে দু'এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা কখনই ভোগান্তির কারণ হয়ে উঠবে না। বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলায় এই বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আরও পড়ুন- Daily Horoscope, 25 October 2021: গোপন সমস্যা তুলার, মীনের জীবনে প্রেম! পড়ুন রাশিফল
বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। রাজ্যজুড়ে হেমন্তের পরিবেশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এমনই আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। শীত ঢুকছে কবে? এখনই এব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। দিন কয়েক এমন আবহাওয়া চলার পর থেকে একটু একটু করে নামতে শুরু করবে পারদ। তারপরই রাজ্যজুড়ে শীতের অনুভূতি আসবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন