scorecardresearch

দহনজ্বালা থেকে এখনই মুক্তি নয়, ফের চড়বে তাপমাত্রার পারদ, স্বস্তির বৃষ্টি ফের কবে?

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

chances of rainfall in several district of west bengal
জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

কয়েক দিন দহনজ্বালা থেকে মুক্তি পেলেও ফের বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। স্বস্তি বেশিদিন স্থায়ী হল না বঙ্গবাসীর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে বৃহস্পতিবার দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বিহত কয়েকদিন পারদ পতন হলেও তা যে স্থায়ী হবে না তা জানিয়ে দিল আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন পাহাড় ঢালের এই গ্রাম যেন ফ্রেমবন্দি ছবি! বাংলার অসাধারণ এপ্রান্তে নৈস্বর্গিক অনুভূতি!

বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গের সব জেলায় জ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া. বীরভূম, পুরুলিয়ায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র-শনিবারে ফের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ফের পারদ উঠতে পারে ৩৮-৩৯ ডিগ্রিতে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বুধবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকবে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal weather update 26 april 2023