শীতের পথে ফের কাঁটা ঝঞ্ঝা। তারই জেরে পারদ ঊর্ধ্বমুখী। শীত-শীত ভাব থাকলেও জাঁকিয়ে ঠান্ডার পরশ মিলছে না। বছর শেষের কয়েকটি দিন এমনই থাকবে আবহাওয়া। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, মেঘমুক্ত আকাশ। আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে। তবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পারদ নামার সম্ভাবনা। ফের জাঁকিয়ে ঠান্ডা উপভোগের সুযোগ মিলতে পারে রাজ্যবাসীর। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
চলতি শীত অন্য বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে, এমনই জানিয়েছিলেন আবহাওয়াবিদদের একাংশ। মরশুমের শুরুতে সেই ইঙ্গিত মিললেও স্থায়ী হয়নি শীত।
মাঝে ক'দিন জাঁকিয়ে ঠান্ডা মিললেও মহূর্তেই সেই পরিবেশ বিদায় নিয়েছে। বড়দিনেও অধরা থেকে গিয়েছে হাড়কাঁপানো ঠান্ডা। তবে বছরের শেষ দিনগুলি মনোরম আবহাওয়াতেই কাটবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই-তিনদিন তাপমাত্রা ওঠানামা করবে।
আরও পড়ুন- ওমিক্রন আতঙ্ক দূরে সরিয়ে, বড়দিনের সকালে পার্কস্ট্রিট থেকে চিড়িয়াখানা সর্বত্রই যেন উৎসবের আমেজ
তবে বছরের শেষে এসে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে উত্তর-পশ্চিমী বাতাস। সেই কারণেই আগামী কয়েকদিন জেলাগুলিতে ঠান্ডার রেশ বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রার ওঠানামা লেগে থাকবে। তবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন করে পারদ নামার সম্ভাবনা। হাড়কাঁপানো ঠান্ডা পড়তে পারে রাজ্যজুড়ে।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন