শীতহীন বড়দিন কাটাল বাঙালি। বর্ষশেষে রাজ্যে উধাও শীতের আমেজ। বড়দিনেও শীতের দেখা নাই। গতকাল স্বাভাবিকের চেয়ে বেশি ছিল তাপমাত্রা। সোমবার তা আরও ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী আরও কয়েকদিন তাপমাত্রার বৈপরীত্য থাকবে। আরও পারদ চড়বে। বর্ষশেষে ঠান্ডা ছাড়াই উপভোগ করতে হবে।
পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে, সপ্তাহের শেষে আবার ফিরবে ঠান্ডা। রবিবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা আরও তিন ডিগ্রি বেড়েছে। স্বাভাবিকের তুলনায় প্রায় ৬ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন ২ ডিগ্রি আরও বাড়বে তাপমাত্রা। তবে সপ্তাহের শেষে ২ ডিগ্রি কমতে পারে বলে হাওয়া অফিস সূত্রের খবর।
আজ, সোমবার কলকাতা-সহ গোটা রাজ্যে আকাশ থাকবে মেঘমুক্ত। তবে গাঙ্গেয়বঙ্গে আগামী কয়েকদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে। রাতের দিকে তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাই লেপ-কম্বলে অস্বস্তি লাগতে পারে।
সপ্তাহের শেষে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।