/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/Rain-Pic-1.jpg)
আজ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার রাতের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। কালবৈশাখীর দাপুটে হাওয়া অসহ্য গরম থেকে কিছুটা হলেও মুক্তি এনে দিয়েছে। বৃহস্পতিবারের পর আজ শুক্রবারেও রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির এই পালা চলবে শনিবারেও।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ অর্থাৎ শুক্রবার ও আগামিকাল অর্থাৎ শনিবার ঝড়-বৃষ্টি চলবে। তবে আজ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা অত্যন্ত কম বললেই চলে। যদিও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার দাপট দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আজও দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও সন্ধের পর থেকে বদলাবে পরিস্থিতি। ফের এক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে। শনিবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। যদিও রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আরও পড়ুন- মতুয়া অস্ত্রে শান, মুখে সামাজিক বললেও কৌশলে রাজনৈতিক হিসেব-নিকেশ কুড়মিদের
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেক মাঝারি বৃষ্টি চলবে। যদিও শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল।
শহর কলকাতায় আজ দিনভর আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে গরম অনুভূত হবে। কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। যদিও আগামিকাল অর্থাৎ, শনিবার তিলোত্তমা মহানগরীতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।