এখনও জাঁকিয়ে শীত পড়েনি বঙ্গে। আবহাওয়া শুষ্ক হলেও এখনও দেখা নেই জমিয়ে শীতের। তবে একটু একটু করে পারদ নামছে। ভোর ও রাতে ঠান্ডার অনুভূতিও বাড়ছে। দিন যত এগোবে এই অনুভূতি আরও বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে এরই মধ্যে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের বৃষ্টিতেই ফের একবার ভিজতে পারে বাংলা। আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ধীরে ধীরে নামছে পারদ। আগামী কয়েকদিনে আকাশ পরিস্কার থাকবে, তারই জেরে তাপমাত্রার পারদ আরও নামবে। বাড়বে শীতের অনুভূতি। কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও বেশ খানিকটা নামবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
পারদ পতনের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোরের দিকে দেখা মিলবে কুয়াশার। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি, তাতে জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে। তবে এরই মধ্যে নিম্নচাপ শীতের পথে ঠিক কতখানি বাধা হয়ে দাঁড়াতে পারে তা জানা যাবে কয়েকদিনের মধ্যেই।
আরও পড়ুন- Daily Horoscope, 27 November 2021: নতুন সম্পর্কে বৃশ্চিক, অর্থলাভ মীনের? পড়ুন রাশিফল
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর মাসের শুরুতেই নিম্নচাপের জেরে ফের একবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূলের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন