বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রা। নতুন করে তাপপ্রবাহের সতর্কতা এখনই নেই রাজ্যে। বরং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শনি ও রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত সপ্তাহখানেক আবহাওয়ার পরিস্থিতির বিশেষ কোনও হেরফের হবে না।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল শনিবার থেকে বৃষ্টি বাড়বে। কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি আগামিকাল উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- পূর্ব বর্ধমানে বজ্রপাতে একই দিনে মৃত ৪, আহত ১
তবে রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। একইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে।
এদিকে বৃষ্টির জেরে শহর কলকাতার তাপমাত্রা অনেকটাই নেমেছে। আপাতত এই পরিস্থিতিই বহাল থাকবে। তবে শনিবার থেকে আগামী সোমবারে মধ্যে কলকাতায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।