অবশেষে স্বাস্তির বার্তা আলিপুর আবহাওয়া দফতরের। আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই আবহাওয়ায় বদল। কাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ চোখে পড়বে। আগামিকালই বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ঝড়-বৃষ্টির হাত ধরেই তীব্র দাবদাহ থেকে মুক্তির স্বাদ পেতে পারেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। যে স্বাদ প্রায় দু'মাস অধরা।
প্রায় দু'মাস দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। অসহ্য গরমে জেরবার দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে এবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের জন্য সুখবর বয়ে এনেছে আবহাওয়া দফতর। কাল থেকেই আবহাওয়ার বদল চোখে পড়বে। শনিবারই বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- উদ্দাম নাচ! সঙ্গে দলীয় স্লোগান, ভাইরাল তৃণমূল নেতার ভিডিও, সরগরম রাজনীতি
এরই পাশাপাশি আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ চৈত্র পার করে বৈশাখের মাঝামাঝি সময়ে এবছরে এই প্রথম দেখা মিলতে পারে কালবৈশাখীর। রবিবারের পর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের জন্য এই স্বস্তির বার্তা দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।