Bengal Weather Update: শক্তি হারিয়েছে গভীর নিম্নচাপ। আপাতত দুর্বল হয়ে নিম্মচাপের অভিমুখ মধ্যপ্রদেশের দিকে। সেই কারণেই এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় হালকা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এবার রাজ্যের উত্তবঙ্গের কয়েকটি জেলায় ফের এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অতি গভীর নিম্নচাপের হাত ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে এবার নিম্নচাপ দুর্বল হওয়ায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির দাপটও অনকেটাই ফিকে হবে, ফের বাড়বে তাপমাত্রা। আগামী তিন-চারদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অনুভূতি বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- মমতার চোখে এখন ‘ভালো’ ধনখড়! কেন আনন্দ বোসে বেজায় ‘অসন্তুষ্ট’ মুখ্যমন্ত্রী?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি ফের মাথাচাড়া দেবে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ফের এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সব জেলায় এই ভারী বৃষ্টি হবে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের উপরের দিকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।