IMD Weather Update Today April 30: চব্বিশের ভোটের উত্তাপকে ডজন ডজন গোল দিচ্ছে জ্বালাপোড়া গরম। বৈশাখের মাঝামাঝি তীব্র গরম সব রেকর্ড চুরমার করে দিচ্ছে। আপাতত গরম কমার কোনও সম্ভাবনাই নেই রাজ্যে। সোমবার রাজ্যের ১১টি এলাকায় তাপপ্রবাহ হয়েছে। তালিকায় এবার জুড়েছে উত্তরের একাধিক অঞ্চল। পাহাড়েও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছে। সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হয়েছে কলাইকুন্ডা। সেখানে দিনের বেলায় তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় ৮.৬ ডিগ্রি বেশি।
সোমবার কোথায় কোথায় তাপপ্রবাহ হয়েছে
সোমবার দক্ষিণবঙ্গের উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, বাঁকুড়া, ক্যানিং, কলাইকুন্ডা, পানাগড়, আসানসোল, ব্যারাকপুর এবং সিউড়িতে চলেছে তাপপ্রবাহ। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কলাইকুন্ডায়। পরেই রয়েছে পানাগড়। সেখানকার তাপমাত্রা ছিল ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৯.২ ডিগ্রি বেশি। তিন নম্বরে রয়েছে মেদিনীপুর। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৭.৭ ডিগ্রি বেশি। বাঁকুড়া, সিউড়িতেও ৪৪ ডিগ্রি ছাড়িয়েছিল।
সোমবার কলকাতায় ছিল উষ্ণতম দিন। দিনের বেলায় তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি বেশি। এর আগে এমন উষ্ণ দিন তিলোত্তমা দেখেছিল ১৯৮০ সালে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোথাও দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এ রকমই গরম থাকবে সর্বত্র। ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বাড়তে পারে। দক্ষিণের সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস। উত্তরের তিন জেলাতে চলতে পারে তাপপ্রবাহ।
সোমবার দার্জিলিংয়েও দিনের তাপমাত্রা বেড়েছিল। দিনের বেলায় পাহাড়ে তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি বেশি। কালিম্পংয়ে দিনের তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। উত্তরবঙ্গের মালদহ তীব্র তাপপ্রবাহের সাক্ষী হয়েছে। দিনের তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি বেশি।