২০২১ শেষের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি তুঙ্গে। তবে দেখা নেই শীতের। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই চড়ছে পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার ছবিটা একই। গতকাল বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। বাধা কাটিয়ে ফের কবে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করবেন বঙ্গবাসী? আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কাটতে শুরু করেছে। ঝঞ্ঝা কেটে গেলেই ফের দক্ষিণবঙ্গে ঢুকবে উত্তুরে হাওয়া। আবারও নামবে পারদ। সব মিলিয়ে ক্রিজে নেমে ফের একবার ঝোড়ো ব্যাটিং করতে পারে শীত।
এবছরের শীত অন্য বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে। শুরু থেকেই এই ইঙ্গিত দিয়ে চলেছিলেন আবহাওয়াবিদদের একাংশ। বর্ষা এবার যেমন লম্বা ইনিংস খেলেছে, তেমনি এবার দীর্ঘ হতে পারে শীতও, এমনই ধারণা ছিল তাঁদের। মরশুমের শুরুতে সেই ইঙ্গিতও ছিল স্পষ্ট।
তবে পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্তের জেরে উধাও হয় শীত। নতুন বছর দোরগোড়ায়। এখনও পরিস্থিতির বদল নেই। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বছর শেষের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- করোনার দৈনিক সংক্রমণের ব্যাপক হাইজাম্প! বাংলায় একদিনে সংক্রমিত হাজার পার
আদৌ কী এবার জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন বঙ্গবাসী? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০২২-এর শুরুতেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কাটতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপও।
উত্তুরে হাওয়া ঢোকার সবরমকম অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। তাই ফের এক ধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রা নেমে যেতে পারে। হাড়কাঁপানো ঠান্ডা উপভোগের ভরপুর সুযোগ রয়েছে নতুন বছরে শুরুতেই।