Advertisment

আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, থাকবে ঝোড়ো হাওয়ার দাপট

স্বস্তি বহাল আজও। সপ্তাহের প্রথম দিনেও গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

author-image
IE Bangla Web Desk
New Update
chances of rain during lakshmi puja in west bengal weather update 7 oct 2022

দুর্গাপুজোয় বৃষ্টির হাত থেকে রেহাই মেলেনি।

স্বস্তি বহাল আজও। সপ্তাহের প্রথম দিনেও গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়াও। আবহাওয়া এই পরিস্থতিতির হাত ধরেই আপাতত অসহ্যকর ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলতে পারে দিন কয়েক।

Advertisment

ইতিমধ্যেই দেশে ঢুকে পড়েছে বর্ষা। নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই কেরলের স্থলভাগে বর্ষা ঢুকেছে। এমনিতেই কেরলে বর্ষা ঢোকার দিন সাতেকের মধ্যেই বঙ্গে বর্ষার আগমন হয়। আবহায়াবিদরা জানিয়েছেন, রাজ্যের প্রায় সর্বত্র দক্ষিণ পশ্চিম বায়ুর সক্রিয়তা বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিকেই অনেকে প্রাক বর্ষার বৃষ্টি বলেও মনে করছেন।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তলব সিবিআইয়ের

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরেই তাপমাত্রা নতুন করে আর বাড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তবে আজ কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে। বৃষ্টির জেরে আপাতত কলকাতার তাপমাত্রা দিন কয়েক বাড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

weather update weather
Advertisment