দক্ষিণবঙ্গে উধাও শীত। আজ থেকেই রাতের তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। শীত-শীত ভাব উধাও হতে পারে আজ রাত থেকেই। ঘূর্ণাবর্তের প্রভাবে চলতি সপ্তাহের শেষে রাজ্যে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কেন আবহাওয়ার এই খামখেয়ালিপনা? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আন্দামান সাগরের নিম্নচাপের শক্তি বেড়েছে। সেই নিম্নচাপটি বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। এরই পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। দু'য়ের জেরেই আবহাওয়ার এই বদল বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এবছরের শীত বিগত বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে দিতে পারে বলে শুরু থেকেই বলে আসছেন আবহাওয়াবিদদের একাংশ। শীতের মরশুমের শুরুতেই তার ইঙ্গিতও ছিল স্পষ্ট। ঠান্ডার অনুভূতি বাড়ছিল গোটা রাজ্যেই।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীত-শীত ভাব তীব্র হচ্ছিল। তবে আপাতত দক্ষিণবঙ্গ থেকে শীতের অনুভূতি ফিকে হতে শুরু করবে। আবহাওয়ার খামখেয়ালিপনায় আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বাড়তে পারে। তার জেরে অনেকটাই ফিকে হতে পারে শীতের আমেজ।
আরও পড়ুন- রাজ্যে একধাক্কায় অনেকটা কমল দৈনিক আক্রান্ত- মৃত্যু! স্বস্তির খবর সক্রিয় সংক্রমণেও
শুধু রাতের তাপমাত্রা বাড়াই নয়, সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা-থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে। মেঘলা আকাশে শীতের অনুভূতিও ফিকে হবে। প্রতিকূলতা কাটিয়ে দক্ষিণবঙ্গে ফের কবে ফিরবে শীতের আমেজ? সেব্যাপারে এখনই কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন