আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই রাতের পারদও নামতে শুরু করেছে। শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্যজুড়ে। আজ থেকে রাতের পারদ আরও নামবে। বাড়বে শীতের আমেজও। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
চলতি বছরে ব্যাপক বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। একটানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পুজোর পরেও বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই। মেঘ সরতেই রাত ও ভোরের দিকে নামছে পারদ। ক্রমশ শুষ্ক হতে শুরু করেছে আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতেই আগামী কয়েকদিন শীতের আমেজ বেশি মাত্রায় অনুভূত হবে। আগামী সপ্তাহের শুরুর কয়েকদিন দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল রবিবার থেকেই রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমে যেতে পারে। রবিবার থেকেই সকালের দিকে শীতের আমেজও আরও বাড়বে।
আরও পড়ুন- কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে দু'দিন পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো ও দিওয়ালিতেও কলকাতার তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তবে পাকাপাকিভাবে শীত আসতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন