নিমনচাপ কেটেছে। শনিবার সকালে দেখা গিয়েছে রোদের ঝলক। কিন্তু তবুও আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মাঝে মধ্যেই মেঘে ঢাকছে আকাশ।
কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। সেই কারণেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিরও হবে।
তবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ধস নামতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। ফলে আগে থেকেই সতর্ক করা হয়েছে।
বুধ-বৃহস্পতি মিলিয়ে কলকাতা ও দক্ষিণভঙ্গে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। জল-যন্ত্রণায় কাবু মহানগরের বিস্তীর্ণ অংশের মানুষ। জলের তলায় বিভিন্ন জেলার একাধিক অঞ্চল। এই অবস্থায় গোদের উপর বিষফোঁড়া দুর্গাপুর ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার বিষয়টি। সেচ দফতর সূত্রে খবর, শুক্রবার দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। এদিন সকালে তা বেড়ে হয়েছে ১লক্ষ ২৮ হাজার ৬৭৫ কিউসেক। এভাবে জল ছাড়লে বন্যার আশঙ্কা রয়েছে বলে আতঙ্ক বেড়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন