উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই চলছে বর্ষার বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু দুর্বল থাকায় ঝেঁপে বৃষ্টি এখনও অধরা। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে।
বর্ষার শুরু থেকেই বরুণদেব বিশেষ কৃপা করেননি দক্ষিণবঙ্গে। ভরা আষাঢ়েও তাই দক্ষিণবঙ্গের জেলগুলিতে মুষলধারে বৃষ্টির দেখা নেই। মাঝে-মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও একটানা ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। তবে আজ থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- লোহার রডে পা এফোঁড়-ওফোঁড়, কিশোরের প্রাণ বাঁচল কাটোয়া হাসপাতালে
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, শহর কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কলকাতাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
যদিও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বৃষ্টি বাড়লে ফের উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে।