Advertisment

আরও নামল পারদ, স্থায়ী হবে শীত? কী জানাল আবহাওয়া দফতর?

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৬ ডিগ্রিতে। জেলাগুলিতেও পারদ নেমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West bengal Weather Update 5 January 2022

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৬ ডিগ্রিতে।

মোটের উপর তাপমাত্রার বিশেষ হেরফের হল না। বুধবার কিছুটা কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৬ ডিগ্রিতে। জেলাগুলিতেও পারদ নেমেছে। তবে এই শীত কি স্থায়ী হবে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। একটানা বেশ কিছুদিনের জন্য উধাও হতে পারে শীত।

Advertisment

শীতপ্রেমী বাঙালির জন্য মন খারাপ করা খবর। কাল থেকেই ফের বাড়বে পারদ। উধাও হবে শীত। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলা। যার প্রভাব টের পাওয়া যাবে আগামিকাল থেকেই। বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

একটানা সাতদিন ধরে থাকবে এই অবস্থা। সেই কারণেই নতুন করে আদৌ বঙ্গে এবার হাড়কাঁপানো ঠান্ডা পড়বে কিনা স্পষ্ট করে তা এখনই জানাতে পারছেন না আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকবে।

আরও পড়ুন- রাজ্যে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৯ হাজার পার! ৫৩% আক্রান্ত-সহ কলকাতায় মৃত ৫

এ মরশুমে জাঁকিয়ে শীত পড়েনি দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার এখনও পর্যন্ত লুকোচুরি খেলেছে শীত। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

গোটা ডিসেম্বরে হাড়কাঁপানো ঠান্ডার স্বাদ পায়নি বঙ্গবাসী। এমনকী বড়দিনেও জাঁকিয়ে শীত থেকে গিয়েছে অধরা। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পারদ নামার ইঙ্গিত থাকলেও নতুন করে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা সেই সম্ভাবনার পথেও অসুর হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এবছর আদৌ জাঁকিয়ে শীত ফিরবে কিনা তা স্পষ্ট করে এখনই বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

Weather Report Bengal Weather West Bengal Weather Forecast
Advertisment