আবারও রাজ্য়জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্য়ুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও রাজ্য়ের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। উল্লেখ্য়, এদিন সকাল থেকেই কলকাতার আকাশে রোদের দাপট দেখা গিয়েছে। সোমবারও রাজ্য়ের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।
ঠিক কী জানিয়েছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: করোনায় বাংলায় মৃত বেড়ে ৬৮, চিকিৎসাধীন ৯৪০
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্য়ুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের ওই জেলাগুলিতে বুধ, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন