ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মোচা'। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আপাতত সিস্টেমটির উপর নজর রাখা হচ্ছে। পরবর্তী পরিস্থিতিতে সময়-সময় এব্যাপারে সতর্কবার্তা দেবে হাওয়া অফিস। সম্ভবত আগামী সপ্তাহের মঙ্গলবারে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে তার আগের ক'দিন রাজ্য়ের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। আপাতত উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলি ছাড়া রাজ্যের বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার থকেই গোটা রাজ্যে বৃষ্টির প্রবণতা বেশ খানিকটা কমে যাবে। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত দিন কয়েক বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- দুর্নীতির তদন্তে জাল গোটাচ্ছে ED! শান্তনু ঘনিষ্ঠকে টানা প্রশ্নে বিস্ফোরক তথ্য
এদিকে, ঘূর্ণিঝড় 'মোচা' তৈরির আগেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একদিনেরও বেশি সময় অবস্থান করবে। তারই জেরে আগামী ৭ এবং ৮ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দপট থাকবে।
সেই কারণে ওই কয়েকদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তার পাশাপাশি পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে জারি করা হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা।