মেঘমুক্ত আকাশে বাড়ছে গরম। বেলা যত বাড়ছে সূর্যের গনগনে তেজে চাঁদিফাটা দশা হওয়ার জোগাড় বঙ্গে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। দিন যত এগোবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ততই বাড়বে। দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
এপ্রিলের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরমে নাজেহাল পরিস্থিতি হওয়ার উপক্রম। আপাতত চার থেকে পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন-চারদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বেশি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- হনুমান জয়ন্তীতে মমতাকে ‘নজরবন্দি’, ভয়ঙ্কর দাবি শুভেন্দুর, ‘সূর্যোদয়ে’র আশ্বাস রাজ্যপালের
শহর কলকাতায় ভোরের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বাড়লেই পরিস্কার আকাশে অস্বস্তি বাড়াবে গরম। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা অন্তত আগামী এক সপ্তাহে নেই। মোটের উপর আগামী চার থেকে পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও বেলা বাড়লেই পরিস্কার আকাশে খেল দেখাবে গরম।