scorecardresearch

বড় খবর

কাল থেকেই বাড়বে রাতের তাপমাত্রা, শীতের আমেজ ফিকে হওয়ার ইঙ্গিত স্পষ্ট

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতিতে বড়সড় বদল আসার পূর্বাভাস।

কাল থেকেই বাড়বে রাতের তাপমাত্রা, শীতের আমেজ ফিকে হওয়ার ইঙ্গিত স্পষ্ট
ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

বৃহস্পতিবারও রাজ্যে ভরপুর শীতের আমেজ। তবে বাঙালির ‘শীত-সুখ’ হয়তো আর বেশিক্ষণ স্থায়ী হবে না। আগামিকাল থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। শীতের আমেজ আরও ফিকে হওয়ার ইঙ্গিত স্পষ্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতিতে বড়সড় বদল আসার পূর্বাভাস হাওয়া অফিসের।

নতুন বছরের শুরুতেই ঠান্ডা কমে যাওয়ার পূর্বাভাস। তবে বৃহস্পতিবার পর্যন্ত শীত অনুভূত হবে শহর কলকাতা-সহ জেলাগুলিতে। এদিনও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল ৭ জানুয়ারি থেকেই বাড়বে তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাতের তাপমাত্রা বাড়তে থাকলেও উত্তুরে হাওয়ার দাপট কমবে না। সেই কারণেই শীত-শীত ভাব থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

রাজ্যে আচমকা এই তাপমাত্রার বৃদ্ধির কারণ কী? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। তারই জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ‘ওমিক্রন সংক্রামক, তবে গুরুতর অসুস্থতা নেই’, গঙ্গাসাগর মামলায় হাইকোর্টে রাজ্যের যুক্তি

আকাশে জমে থাকা মেঘ থেকেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত। হাওয়া অফিস জানিয়েছে আগামী দিন তিনেক রাজ্যের বেশ কয়েকটি জেলায় থাকবে কুয়াশার দাপট। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় সকালের দিকে কুয়াশা দেখা যাবে। তবে বেলা বাড়তেই কুয়াশার দাপট হবে ফিকে। নতুন করে জাঁকিয়ে শীত ফিরবে কবে থেকে ? সেব্যাপারে এখনও কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal weather update 6 january 2022