বঙ্গোপসাগরের নিম্মচাপের জেরেই ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়? বর্ষার বৃষ্টি না হলেও রবিবারে দুপুরেই কালো মেঘে ঢাকল রাজ্যের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছিল বঙ্গোপসাগরে আবারও এক নিম্নচাপ তৈরি হতে পারে।
তবে নিম্নচাপ তৈরি হলে নতুন করে আর কোনও ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ক্ষীণ এমনটাই মত ছিল হাওয়া অফিসের। যদিও নিম্মচাপের ফলে বৃষ্টির সম্ভাবনার কথা জানান হয়েছিল আবহাওয়া অফিসের তরফে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আজ বিকেলের মধ্যেই জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ইতিমধ্যেই আকাশ ঢেকেছে কালো মেঘে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ, ন্যূনতম ৪৪ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন