একের পর প্রাকৃতিক দুর্যোগে বাধা পাচ্ছে শীত। এরাজ্যে শীতের মরশুমের শুরুর কয়েকদিন পরপর পারদ পতনে আশার আলো দেখেছিল বঙ্গবাসী। তবে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের ভ্রুকুটিতে আপাতত শীতের দেখা নেই। এমনকী কবে থেকে বঙ্গে জাঁকিয়ে শীত পড়বে সেব্যাপারেও স্পষ্ট করে কিছু জানাতে পারছেন না আবহাওয়াবিদরা। আজ দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ঘূর্ণিঝড় জাওয়াদের ভ্রুকুটি কাটার পরপরই হাজির 'অসুর' বৃষ্টি। বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। গতকালের পর আজ শুক্রবারও দিনভর শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬টি জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে এদিন বিকেলর পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলেও মনে করা হচ্ছে। আজ কলকাতা, হাওড়া-সহ পূর্ব মেদিনীপুর, দুই দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা।
বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত এই নিম্নচাপ অক্ষরেখাই শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। নিম্নচাপ অক্ষরেখার জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। শীতের অনুভূতি থেকে বঞ্চিত হচ্ছেন বঙ্গবাসী। আবহাওয়াবিদদের অনুমান, আগামী কয়েকদিন স্বাভাবিবেকর নীচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে আগামী সপ্তাহের শুরু থেকে ফিরতে পারে শীতের আমেজ। নামতে পারে পারদ।
আরও পড়ুন- Daily Horoscope, 10 December 2021: আর্থিক সমস্যা কুম্ভর, ব্যবসায় লাভ সিংহর! পড়ুন রাশিফল
সব কিছু ঠিকঠাক থাকলে সপ্তাহের শুরু থেকে নামতে পারে তাপমাত্রা। তবে এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে এব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি আবহাওয়াবিদরা। এবছরের শীত অন্য বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে বলে সতর্ক করেছিলেন আবহবাওয়াবিদদের একাংশ। শীতের মরশুমের শুরুতেই সেই ইঙ্গিতও ছিল স্পষ্ট। তবে আপাতত জাঁকিয়ে শীত অধরা বঙ্গে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন