West Bengal Weather Update: আগামি সপ্তাহের চার দিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। বঙ্গোপসাগরে পুঞ্জীভূত মেঘ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামি মঙ্গলবার থেকে শুরু হতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই পূর্বাভাস। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামি সপ্তাহে রাজ্যজুড়ে বাড়তে পারে তাপমাত্রা। পৌষ সংক্রান্তি বা গঙ্গাসাগর মেলার আগে শীতের আমেজ কিছুটা হলেও কমবে। এমনটাই অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।
জানা গিয়েছে, মঙ্গলবার থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টিপাত চলবে শুক্রবার সকাল পর্যন্ত। শুক্রবার বেলা বাড়লে উন্নতি হতে পারে আবহাওয়ার। তবে পৌষ সংক্রান্তির সময়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে এই বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হতে পারে চাষাবাদ। বিশেষ প্রভাবিত হতে পারে সব্জি চাষ। এমনটাই আশঙ্কা আবহবিদদের।
উল্লেখ্য, আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবার ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস, এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিন বঙ্গে উষ্ণতার পারদ ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।
কনকনে ঠান্ডায় বছরের শুরুটা কাটিয়েছে বঙ্গবাসী। হয়েছে বৃষ্টিও। কিন্তু আগামী কয়েকদিন আর সেই জাঁকিয়ে শীতের অনুভূতি থাকবে না। এর জন্য পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করা হয়েছে। উত্তর ভারতে তুষারপাত ও প্রবল শীত পড়লে তার রেশ পড়ে এ রাজ্যে। উত্তরে হাওয়া প্রবেশ করলে বাংলায় শীত বাড়ে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই উত্তুরে হাওয়া আপাতত পশ্চিমবঙ্গে ঢুকে বাধা পাচ্ছে। আর তার ফলেই বঙ্গে পারদ বাড়ছে, কমছে ঠান্ডা। জানা যাচ্ছে, বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান এবং পশ্চিম পাকিস্তানের উপর রয়েছে, যা ক্রমশ পূর্ব প্রান্তে এগোচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে পড়তে থাকুন