/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Heat-Wave-1.jpg)
West Bengal Heat Wave: সকাল থেকে প্রখর রৌদ্র, চাঁদিফাটা গরম এবং অস্বস্তিকর পরিবেশে কাবু হয়ে পড়েছে গোটা রাজ্য।
IMD Weather Update Today April 16: বৈশাখের শুরুতেই প্রবল দহনে পুড়ছে বাংলা। সোমবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপমাত্রার পারদ ৪০ ছুঁয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দুই জেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের উপরে। সাত জেলায় ৪০-এর উপরে পারদ। কলকাতাতেও ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে তাপমাত্রা।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। পশ্চিম বর্ধমানের পানাগড়ে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। মেদিনীপুরে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস আর বাঁকুড়াতে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস।
আসানসোল, কলাইকুন্ডা, ব্যারাকপুর ও বর্ধমানে ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। দক্ষিণবঙ্গের ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা,মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। এই জেলাগুলির কিছু অংশে তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইতে পারে। তাই সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।
এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য। উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তরের তিন জেলায় ভোট। যদিও ওইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। এদিকে, বৃষ্টির আশায় চাতকের দশা দক্ষিণবঙ্গে।