Advertisment

West Bengal Heat Wave: চৈত্রেই চাঁদিফাটা গরম! ৪২ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা, কোন কোন জেলায় তাপপ্রবাহ?

IMD Weather Update Today April 3: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকবে কিছু জেলায়। বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার এই তিন জেলার পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Heat Wave in Bengal, Weather Update IMD

West Bengal Heat Wave: সকাল থেকে প্রখর রৌদ্র, চাঁদিফাটা গরম এবং অস্বস্তিকর পরিবেশে কাবু হয়ে পড়েছে গোটা রাজ্য।

IMD Weather Update Today April 3: চৈত্র সংক্রান্তির আগেই বাংলার শিরে সংক্রান্তি! বৈশাখের আগেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। সকাল থেকে প্রখর রৌদ্র, চাঁদিফাটা গরম এবং অস্বস্তিকর পরিবেশে কাবু হয়ে পড়েছে গোটা রাজ্য। একটু বৃষ্টির অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। কিন্তু তাঁদের হতাশা বাড়িয়ে হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং পারদ আরও ঊর্ধ্বমুখী হবে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকবে কিছু জেলায়। বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার এই তিন জেলার পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। বেশ কিছু এলাকায় লু বইতে পারে। শনিবার পর্যন্ত আবহাওয়ার বদল হচ্ছে না এই জেলাগুলিতে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকলেও বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬ জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শুক্রবার বিকেল থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন West Bengal Weather Update: এখবরে আঁতকে উঠবেন! আগুন ঝরাবে সূর্য! এসপ্তাহেই কলকাতার তাপমাত্রা কোথায় পৌঁছোতে পারে জানেন?

কলকাতাবাসীর জন্যও স্বস্তির খবর নেই। চলতি সপ্তাহেই তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরমের সঙ্গে বাড়বে অস্বস্তি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ থেকে ৯১ শতাংশ।

West Bengal Weather Forecast Heat Wave West Bengal Weather Forecast
Advertisment